কিরগিজস্তানের বিপক্ষে আজ ভিন্ন আভাস দিলেন জেমি

দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে আজ মঙ্গলবার তিন জাতি কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।

যদিও বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ০-২ গোলে হেরে যায়। তবে আজ একটি ভাল ফলাফল ছিনিয়ে আনার জন্য স্বাগতিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ জামাল ভূঁইয়ার দল।

দ্বিতীয় ম্যাচের আগে দলের প্রধান কোচ জেমি ডের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় দল সোমবার কঠোর অনুশীলন সেশনের মধ্য দিন পার করেছে।

বাংলাদেশের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া ফরোয়ার্ড রাহবার ওয়াহেদ খান বলেন, প্রথম আন্তর্জাতিক ম্যাচে এমন মঞ্চে চাপ অনুভব করা স্বাভাবিক। কিন্তু শেষ দশ মিনিটে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কানাডা প্রবাসী এই ফুটবলার বলেন, ভালো অনুশীলন ছিল এবং সবাই কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ জেতার জন্য কঠোর পরিশ্রম করছে।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে অবশ্য ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ফলাফলকে স্বাভাবিক বলে অভিহিত করেছেন। কারণ বাংলাদেশের তুলনায় ফিলিস্তিন অনেক শক্তিশালী দল।

স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এটা অনেক কষ্টসাধ্য যে, খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে। একাদশে বেশ পরিবর্তন হতে পারে।’

গোলকিপিং কোচ লেস ক্লিভেলি বলেন, শেষ ম্যাচ আমরা হেরেছি। ফলাফলে আমরা খুবই হতাশ। ফলাফলের মূল ফ্রন্টলাইনার হচ্ছে গোলকিপার। সোহেল ভাল গোল কিপিং করেছে শেষ ম্যাচে। তাকে নিয়ে দীর্ঘদিন কাজ করছি। ম্যাচ জয়ের সুযোগ তৈরি হয় গোলকিপারের মাধ্যমে। ভাল একটা পারফরম্যান্স আশা করছি সোহেলের কাছ থেকে সামনের ম্যাচে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent