পিএসজির হয়ে মেসির অভিষেক হতে পারে রোববার

অবশেষে ফরাসী ফুটবল মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী রোববার রেইমসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক হতে পারে এই আর্জেন্টাইনের।

মেসি ফ্রান্সের রাজধানীতে পৌঁছানোর পর পিএসজি দুটি ম্যাচ খেললেও সেখানে খেলেননি তিনি। এই সময়টিতে নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। কারণ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বেশ কিছুটা বিলম্বে অনুশীলনে নামেন মেসি।

পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ইএসপিএনকে বলেন,‘সবকিছু ঠিক থাকলে আশা করছি তিনি স্কোয়াডে যুক্ত হবেন এবং একাদশের অন্তর্ভুক্ত হবেন।’

রেইমসের বিপক্ষে মেসিকে নামানোর একটি যুক্তি অবশ্য রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের একাধিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফেরার আগে দীর্ঘ বিরতির ঘাটতি দূর করতে চান মেসি।

আগামী ৫ সেপ্টেম্বর সাওপাওলোতে ব্রাজিল ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে। আর ওই সময় ফের পরস্পরের মোকাবেলা করতে পারেন দুই ক্লাব সতীর্থ মেসি ও নেইমার।

মেসির মাঠে নামার খবরে রেইমসের ২১ হাজার ধারণ ক্ষমতার স্তাদে অগাস্টে ডেরাউনে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে। মেসিকে অভ্যর্থনা জানাতে গোটা স্টেডিয়ামই যেন অপেক্ষা করছে অধীর আগ্রহে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent