উয়েফা বর্ষসেরা চেলসির জর্জিনহো ও বার্সার পুটেলাস

উয়েফা বর্ষসেরা পুরস্কারে ভুষিত হয়েছেন চেলসি ও ইতালির মিডফিল্ডার জর্জিনহো। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও ক্লাব সতীর্থ এনগোলো কন্টেকে হারিয়ে তিনি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ইস্তাম্বুলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

২০২০ ইউরোতে অংশ নেয়া ২৪টি দেশের প্রধান কোচ, সর্বশেষ অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গ্রুপপর্বে অংশ নেয়া ৮০ ক্লাবের কোচ এবং উয়েফার ৫৫টি সদস্য এসোসিয়েশনের ৫৫ সংবাদিকের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

ভোটাভুটিতে ১৭৫ ভোট পেয়েছেন ২৯ বছর বয়সী জর্জিনহো। ডি ব্রুইনা তার চেয়ে ৮ ভোট কম পেয়েছেন। তৃতীয় হয়েছেন কন্টে।

এদিকে নারী ফুটবলের বর্ষসেরার পুরস্কার লাভ করেছেন বার্সেলোনার অ্যালেক্সা পুটেলাস। তার নেতৃত্বেই বার্সেলোনার নারী দল ৪-০ গোলে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল।

এছাড়া বর্ষসেরা পুরুষ ফুটবল কোচ চেলসির থমাস টাচেল এবং নারী ফুটবল দলের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন বার্সেলোনার লুইস কর্তেস।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent