পেনাল্টি মিসের খেসারত দিল মোহামেডান


দুই দলের জন্যই ছিল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ। চট্টগ্রাম আবাহনী দুইবার এগিয়ে গিয়েও ধরে রাখতে পারেনি, মোহামেডান সুযোগ কাজে লাগাতে পারেনি পেনাল্টি পেয়েও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। লিগের প্রথম পর্বে দুই দলের ম্যাচ ১-১ ড্র হয়েছিল।

চট্টগ্রাম আবাহনী ৬ মিনিটেই এগিয়ে যায় রাকিব হোসেনের ফ্রি কিকে চার্লস দিদিয়ের গোলে। মোহামেডানের সমতায় ফেরে ২২ মিনিটে শাহেদ হোসেনের কর্নার থেকে জাফর ইকবালরে গোলে।

মোহামেডানের স্বস্তি অবশ্য টিকে মাত্র তিন মিনিট। দিদিয়েরের ছোট পাস ধরে চিনেডু ম্যাথিউয়ের শট জালে জড়ালে ফের এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও শেষ রক্ষা হয়নি।

৩২ মিনিটে ডি বক্সে চট্টগ্রাম আবাহনীর শওকত রাসেলের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সুলেমান দিয়াবাতের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম। সহজ গোলের সুযোগ হাতছাড়া করে সাদা-কালোরা।

৫৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা কর্নার বিপদমুক্ত করার বক্সের বাইরে বল পেয়ে যান আমির হাকিম বাপ্পী। মোহামেডানের এই তরুণ ফরোয়ার্ডের শট একজনের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ের পর ড্র করা মোহামেডান ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

লিগে চট্টগ্রাম আবাহনীর বাকি এক ম্যাচ। তাদের রানার্সআপ হওয়ার আর কোনো সুযোগ নেই। মোহামেডানের বাকি দুটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent