ফিফা র‌্যাংকিয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ


সর্বশেষ ঘেষিত ফিফা র‌্যাংকিয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আজ ১২ আগস্ট বৃহস্পতিবার নতুন র‌্যাংকিং ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
চার ধাপ নেমে বাংলাদেশ এখন ভুটানেরও নিচে অবস্থান করছে। ভুটান ১৮৭, বাংলাদেশ ১৮৮।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে কেবল পাকিস্তান (১৯৮) ও শ্রীলংকা (২০৫) । ভারত ১০৫, মালদ্বীপ ১৫৮, নেপাল ১৬৮। এশিয়ার শীর্ষে জাপান ২৪, ইরান ২৬, অস্ট্রেলিয়া ৩৫, কোরিয়া ৩৬। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ব্রাজিল, তুতীয় স্থানে ফ্রান্স, চারে ইংল্যান্ড এবং পাঁচে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ৬ নম্বরে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent