৬ গোলের ম্যাচে রাসেলকে হারিয়েছে সাইফ


প্রথমপর্বের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয়পর্বেও শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ রানার্সআপরা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের।

দুই দলের প্রথমপর্বের লড়াইয়ে সাইফ জিতেছিল ২-১ গোলে। শেখ রাসেল ক্রীড়া চক্রের চোখ ছিল প্রথমপর্বের হারের প্রতিশোধ নেয়ায়। কিন্তু ব্লুজদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ ৫ ম্যাচে তৃতীয়বার হারলো তারা। এ ম্যাচে পরাজয়টা হলো আরও বড় ব্যবধানের।

১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে শেখ রাসেল। শুরুর ওই ধাক্কা চার মিনিট পরই কাটিয়ে উঠেছিল সাইফুল বারী টিটুর দল। অবি মনেকের গোলে ম্যাচে ফিরেও এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি।

২৭ মিনিটে নাইজেরিয়ান কেনেথ ও ৪০ মিনিটে তার স্বদেশি জন ওকোলি গোল করে ৩-১ ব্যবধানে সাইফকে এগিয়ে দেন। কেনেথ ৫২ মিনিটে গোল করে ব্যবধান ৪-১ করেন। ৬৩ মিনিটে অবি মনেকে দ্বিতীয় গোল করে রাসেলের ডাগআউটে আশা জাগিয়েছিলেন। কিন্তু আর গোল বের করতে পারেনি ২০১৩ সালের চ্যাম্পিয়নরা।

সর্বশেষ ৫ ম্যাচে তৃতীয় জয় নিয়ে সাইফ টেবিলে আরেকটু ভালো অবস্থানে পৌঁছলো। রানার্সআপ হওয়ার দৌড়েও তারা টিকিয়ে রাখলো নিজেদের। জামাল ভূঁইয়াদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩২, টেবিলে অবস্থান ৬ নম্বরে। অন্য দিকে রাসেলের ২০ ম্যাচে ৩০, অবস্থান ৭।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent