কোন ক্লাবে যাবেন মেসি

লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারছেন না বলে কাতালান ক্লাবটিই জানিয়ে দিয়েছে। এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন কোথায় যাচ্ছেন এই ফুটবল যাদুকর।

নেইমার-এমবাপ্পের পিএসজি আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিই আর্জেন্টিনা অধিনায়ককে পাওয়ার দৌড়ে এগিয়ে। পাশাপাশি ঠারেঠোরে শোনা যায় ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ইন্টার মিলান, ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস আর যুক্তরাষ্ট্রে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামির নামও।

বার্সার সঙ্গে গত ৩০ জুনই চুক্তি শেষ হয়ে গেছে মেসির। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে কিনতে এখন কোনো ক্লাবের দলবদলে খরচ হবে না ঠিকই। তবে এমন বড় তারকাদের ‘ফ্রি ট্রান্সফারের’ ক্ষেত্রে সাধারণত ক্লাবে যোগ দেওয়ার পুরস্কারের মতো করে ‘সাইনিং-অন বোনাস’ দেওয়া হয়। পাশাপাশি তর্কসাপেক্ষে বিশ্বের সেরা ফুটবলারের বেতনও তেমনই হবে। যে কোনো ক্লাবই তাই চাইলেই মেসিকে পাওয়ার দৌড়ে নামতে পারছে না।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent