রিচার্লিসনের জোড়া গোলে সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


জার্মানিকে ৪-২গোলে হারানো ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলের রিচার্লিসন। দ্বিতীয় ম্যাচ গোল পাননি, ব্রাজিল ড্র করেছিল আইভরিকোস্টের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ বুধবার গোলে ফিরলেন চার্লিসন। জোড় করে দলকে ৩-১ ব্যবধানে জেতালেন সৌদি আরবের বিপক্ষে। গতবারের স্বর্ণজয়ীরা টিকিট নিশ্চিত করলো কোয়ার্টার ফাইনালের।

ব্রাজিলের কোয়ার্টার নিশ্চিত করা দিনে গেমস ফুটবল থেকে বাদ পড়েছে গতবারের রৌপ্যজয়ী জার্মানি। বুধবার জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিলের সঙ্গে শেষ আটে নাম লিখিয়েছে আইভরিকোস্ট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল ১৪ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে। ২৭ মিনিটে আব্দুল্লাহ আল আমরির গোলে সমতা ফেরায় সৌদি আরবকে। এই ব্যবধান সেলেসাওরা ধরে রেখেছিল ম্যাচের ৭৩ মিনিট অবধি। রিচার্লিসন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। পরে ৯৩ মিনিটে গোল করে দলের স্বস্তির জয় নিশ্চিত করেন তিনিই।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent