অলিম্পিক ফুটবলে জাপানের দ্বিতীয় জয়

টোকিও অলিম্পিক ফুটবল অতিক্রম করলো দ্বিতীয় দিন। দুই দিনে গেমসের ১৬ দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে সব দলকে ছাড়িয়ে শতভাগ জয়ের সাফল্য নিয়ে এগিয়ে চলছে গেমসের আয়োজক দেশ জাপান।

আর্জেন্টিনা প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে রোববার দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেছে মিশরের বিপক্ষে। ব্রাজিল প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারালেও রোববার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে আইভারি কোস্টের বিপক্ষে।

জাপান ছাড়া আর কোন দলই দুই ম্যাচ জেতেনি। স্বাগতিকরা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারানোর পর রোববার দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোকে। মেক্সিকো প্রথম ম্যাচে ৪-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে স্বাগতিকরা। মেক্সিকোর কাছে হেরে অলিম্পিক শুরু করা ফ্রান্স দ্বিতীয় ম্যাচে ৪-৩ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

নিউজিল্যান্ড প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হেরেছে হন্ডুরার্সের কাছে। প্রথম ম্যাচে হন্ডুরার্সকে ১-০ গোলে হারানো রোমানিয়া দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে।

প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরেছে স্পেনের কাছে। স্পেন প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল মিশরের বিপক্ষে। ব্রাজিলের কাছে বিধ্বস্ত হওয়া জার্মানি দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে জিতেছে সৌদি আরবের বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent