রোনালদোদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

শিরোপা ধরে রাখার অভিযানে থেমে গেল পর্তুগালের যাত্রা। আক্রমণে আধিপত্য করেও কাঙ্ক্ষিত জালের দেখা পেল না তারা। তোরগান আজারের অসাধারণ গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পা রাখল বেলজিয়াম। শেষ হয়ে গেলো বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো চ্যাম্পিয়নশিপ।

সেভিয়ার লা কার্তুহায় রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। খেলার ধারার বিপরীতে বিরতির খানিক আগে দূরপাল্লার শটে গোলটি করেন তোরগান।

প্রায় ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২৩টি শট নেয় পর্তুগাল, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, বেলজিয়ামের ছয় শটের একটিই ছিল লক্ষ্যে এবং তাতেই শেষ আটের টিকেট নিশ্চিত করে তারা।

ছোট্ট ভুলেই বাজতে পারে বিদায় ঘণ্টা, প্রতিপক্ষও শক্ত-ম্যাচের শুরু থেকে তাই দুই শিবিরেই ছিল বাড়তি সতর্কতা। তাতে ফুটবলে ছিল না গতি। প্রথমার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল পর্তুগাল।

থরগান হ্যাজার্ডের করা একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিল বেলজিয়াম। ম্যাচের ৪২ মিনিটে থরগানের জাদুকরী গোলটিই হয়ে রইল বেলজিয়াম শেষ আটে ওঠার চাবি। প্রাণপন চেষ্টার পরেও তা শোধ করতে পারেনি পর্তুগাল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent