শেষ ষোলোয় নেদারল্যান্ডস


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হেসেখেলে শেষ ষোলতে উঠে গেছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ডাচরা।

শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে আধিপত্য দেখাল নেদারল্যান্ডস। দুই অর্ধের দুই গোলে অস্ট্রিয়াকে সহজেই হারিয়ে তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়।

পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রিয়া। তবে গোলের উদ্দেশে তাদের ৯ শটের একটি ছিল শুধু লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডসের ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল।

সবশেষ দুই মেজর টুর্নামেন্টে (২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপ) খেলতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস ২০০৮ সালের পর এই প্রথম ইউরোর নকআউট পর্বে উঠল।

১১ মিনিটের মাথায় সেই পেনাল্টি শটে গোল করে দলকে এগিয়ে দেন মেমফিস দিপাই। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ডামফ্রিস। মাঝমাঠে ডিপাই বল বাড়ান ডোনিয়েল মালেনকে। এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে তিনি ডান দিকে পাস দেন ডামফ্রিসকে। কাছ থেকে তার নেওয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent