চেলসি না ম্যান সিটি?

শনিবার রাতে মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যেখানে শিরোপার জন্য লড়বে ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি।

পর্তুগালের পোর্তোয় বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে ম্যান সিটি। চেলসি লিগ শেষ করেছে চতুর্থ অবস্থানে থেকে। ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত দুই দলেরই।

ইতিহাসে অষ্টমবারের মতো একই দেশের দুই দল খেলতে নামছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সর্বপ্রথম ২০০০ সালে স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া খেলেছিল ফাইনাল ম্যাচ। সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার উপনীত হয়েছিল শিরোপার লড়াইয়ে।

সবমিলিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের দুই ক্লাব খেলবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০০৮ সালের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল চেলসি। সেই ফাইনালে জিতেছিল ইউনাইটেড। তবে ২০১২ সালের আসরে নিজেদের প্রথম শিরোপা জিতে নিয়েছে চেলসি।

এবারের ফাইনাল ম্যাচে ম্যান সিটি জিতলে, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা জেতা ২৩তম ক্লাব হবে তারা। টুর্নামেন্টের ২২তম দল হিসেবে ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ম্যান সিটি। ইংল্যান্ডের নবম ক্লাব হিসেবে ফাইনাল খেলতে নামবে তারা।

ফাইনাল ম্যাচটি যারাই জিতুক, শিরোপা যাবে ইংল্যান্ডেই। যা কি না ইংল্যান্ডের ১৪তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা হবে। সবচেয়ে বেশি স্পেনে গেছে ১৮টি শিরোপা। যার মধ্যে ১৩ বার একাই জিতেছে রিয়াল মাদ্রিদ, বাকি পাঁচবার বার্সেলোনা।

এদিকে বার্সেলোনার হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন বর্তমানে ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। যেখানে একবার খেলোয়াড় হিসেবে আর কোচ হিসেবে জিতেছেন দুইবার। তবে ২০১১ সালের পর আর এই স্বাদ পাননি এই স্প্যানিয়ার্ড। ব্যর্থ হয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিততে।

অন্যদিকে চেলসি কোচ থমাস টুখেলের এটি টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। গত আসরের শিরোপার লড়াইয়ে তার তখনকার দল প্যারিস সেইন্ট জার্মেই হেরেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এবার তার সামনে সুযোগ নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent