১১ বছর পর শিরোপা পেল ইন্টার মিলান

জুভেন্টাসের নয় বছরের আধিপত্যকে খর্ব করে ১১ বছর পর ইতালিয়ান সিরি-আ লিগের শিরোপার জয়ের কৃতিত্ব দেখিয়েছে ইন্টার মিলান।

ইতালিয়ান শিরোপা জয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের ১৮ শিরোপার থেকে একটি শিরোপা এগিয়ে থাকলো ইন্টার মিলান। কিন্তু এ তালিকার শীর্ষে থাকা জুভেন্টাসের ৩৬টি শিরোপার থেকে দুই মিলান বেশ খানিকটাই পিছিয়ে রয়েছে।

২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ, সিরি-আ ও কোপা ইতালিয়াসহ ট্রেবল জয়ের পর এ প্রথম লিগ শিরোপা ঘরে তুললো লোম্বার্ডিরা। সর্বশেষ তারা ২০১১ সালে কোপা ইতালিয়া শিরোপা জয় করেছিল। ২০১৮ সালে লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০১৮ সালে ইউরোপীয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ফিরে আসার আগ পর্যন্ত ছয় বছর তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি। মরিনহোর বিদায়ের পর ১৩তম কোচ হিসেবে কন্টে ইন্টারের দায়িত্ব নিয়েছিলেন।

এদিকে গত এক দশকে দুইবার ক্লাবটির মালিকানা পরিবর্তিত হয়েছে। ২০১৩ সালে ইন্দোনেশিয়ান ধনকুবের ব্যবসায়ী এরিক তোহরি সারাস গ্রুপের কাছ থেকে ক্লাবটি কিনে নিয়েছিলেন। এরপর ২০১৬ সালে ক্লাবটির বেশিরভাগ শেয়ার কিনে নেয় চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানী সানিং হোল্ডিং গ্রুপ। যদিও এই প্রথমবারের মতো কোন বিদেশী মালিকানাধীন ইতালিয়ান ক্লাব লিগ শিরোপা জয় করলো।

অপরদিকে ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা নয় বছর রেকর্ড নয়বারের ইতালিয়ান লিগের শিরোপাটি নিজেদের কাছে রেখেছিল তুরিন জায়ান্ট জুভেন্টাস। শিরোপা জয়ের আনন্দে উচ্ছসিত ইন্টার মিলান কোচ এন্টোনিও কন্টে বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ। আমরা একটি সাম্রাজ্যকে ভাঙ্গতে সাহায্য করেছি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent