বার্সাকে ন্যু ক্যাম্পেই হারিয়ে দিল গ্রানাদা

মেসির গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে জয় পেলনা বার্সেলোনা। উল্টো ২-১ গোলে গ্রানাদার কাছে হেরে গেল। অথচ এ ম্যাচটি জিতে গেলেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতে পারত বার্সা। কিন্তু পরাজয়ে দলটি বড় ধাক্কা তো খেয়েছেই, সেই সাথে শিরোপা জয়ের স্বপ্নটাও বাধার মুখে পড়ে গেছে।

বার্সেলোনার পরাজয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেল। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বার্সা আগের মত তৃতীয় স্থানে রয়ে গেল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। সেভিয়া ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। বার্সা যাদের কাছে হেরেছে সেই গ্রানাদা ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

স্প্যানিশ লা লিগায় তাও আবার ন্যু ক্যাম্পে বার্সেলোনা গ্রানাদার মত দলের কাছে হেরে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। অথচ সেই অকল্পনীয় কাজটিই করে বসেছে গ্রানাদা। তুলে নিয়েছে অবিস্মরণীয় জয়।

গ্রানাদা এ পর্যন্ত যতবার ন্যু ক্যাম্পে খেলেছে ততবারই বার্সার কাছে হেরেছে। এর আগে ২৪ ম্যাচে তারা কোন পয়েন্টই পায়নি। সবকটিতে হেরেছিল। এবার ২৫তম লড়াইয়ে এসে বার্সাকে গ্রানাদা সত্যি সত্যিই হারিয়ে দিল। তাও আবার পিছিয়ে পড়ে জয় তুলে নিয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা শুরু থেকে বরাবরের মত ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলছির। এমন কী বিরতির পরও সমানতালে খেলে যাচ্ছিল। বিপরীতে গ্রানাদা রক্ষণাত্মক হয়ে পাল্টা-আক্রমণে খেলার কৌশল বেছে নেয়। যা বার্সার কাছে এখন দু:স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

অথচ মাঠে বল গড়ানোর মাত্র ২৩ মিনিটেই মেসির গোলে রোনাল্ড কোমানের শিষ্যরা এগিয়ে যায়। চলতি আসরে এটি মেসির ২৬তম গোল। মেসির গোলে স্বাগতিক বার্সা স্বতির নি:শ্বাস ফেলে আক্রমণের ধারা অব্যাহত রেখে এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচটি বার্সেলোনার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে গ্রানাদা। ডারউইন মাচিস ডি-বক্সে ঢুকে দারুণ শটে বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এ গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচটি বার্সেলোনার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে গ্রানাদা। ডারউইন মাচিস ডি-বক্সে ঢুকে দারুণ শটে বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এ গোল করেন। এ পরিস্থিতিতে ম্যাচের এক পর্যায় বার্সার কোচ কোমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রেফারির লাল কার্ড দেখান।

তবে ৭৯ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে মোলিনার গোল বার্সেলোনাকে স্তম্ভিত করে দেয়। বাঁ প্রান্ত থেকে আদ্রিয়ান মারিনের ক্রসে ডি-বক্সের ভেতরে দর্শনীয় হেডে ৩৯ বছর বয়সী মোলিনার গোলে গ্রানাদা স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent