সিটির প্যারিস জয়

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে তারা ২-১ গোলে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। তবে এ ফলাফলে অনেকেই অবাক হয়েছেন। কারণ সবার ধারণা ছিল পিএসজিই জিতবে। কিন্তু গোলের খেলায় শেষ পর্যন্ত সিটির প্যারিস জয় হয়েছে।

এ মৌসুমে পিএসজি যেভাবে দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছিল তাতে প্রথম লেগের সেমিফাইনালে সিটির বিপক্ষে তারাই ফেবারিট ছিল। এমন কী প্রথমার্ধ তাদের নিয়ন্ত্রণেও ছিল। শুধু কী তাই! ১৫ মিনিটে মারকুইনহসের গোলে লিডও পেয়েছিল পিএসজি।

কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ৬৪ মিনিটে কেভিড ডি ব্রুইনের গোলে তারা সমতায় ফেরে। আর ৭১ মিনিটে রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে জয়সূচক গোল আসে।

তবে ৭৭ মিনিটে ইদ্রিস গুয়ে লাল কার্ড দেখলে পিএসজি দশজনের দলে পরিণত হয়। একই সাথে নেইমার ও এমবাপ্পে দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরতে না পারায় ঘরের মাঠে তারা এসময় আক্রমণই গড়ে তুলতে পারছিলনা। পরাজয়ের ফলে পিএসজি দ্বিতীয় লেগের লড়াইটা ভীষণ কঠিন করে ফেলেছে।

পিএসজি ৪ মে ম্যানচেস্টারের ইতিহাদে দ্বিতীয় লেগে ফের সিটির মোকাবিলা করবে। এ ম্যাচে তারা যদি ১-০ গোলে জয় পায় তাহলে ফাইনালে চলে যাবে ম্যানচেস্টার সিটি। এক্ষেত্রে নেইমারদের বড় ব্যবধানে জিততে হবে। কেননা সিটি এই পার্ক ডেস প্রিন্সেস থেকে ২টি অ্যাওয়ে গোল নিয়ে গিয়েছে। কাজেই অ্যাওয়ে গোলের আইনের জন্য পিএসজিকে আরো সর্তক হয়ে দ্বিতীয় লেগে খেলতে হবে। একই সাথে বড় জয়টাও দরকার। তবেই গতবারের ফাইনালিস্ট ফাইনালে পৌঁছুতে পারবে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent