২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার অনুমতি দিল উয়েফা

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল ২৩ জনের পরিবর্তে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে বলে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা নিশ্চিত করেছে।

করোনাভাইরাস মহামারীর কারণে ঘরোয়া ব্যস্ত সূচি শেষে খেলোয়াড়দের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সে কারণেই এ পরিবর্তন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুর্নামেন্ট চলাকালীন কোন দলে ভাইরাসের প্রকোপ দেখা দিলে এ সিদ্ধান্তে কোচরাও অনেকটাই স্বস্তিতে থাকবে। সোমবার উয়েফার জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কোন ধরনের আপত্তি আসেনি। এ সিদ্ধান্তের ব্যাপারে কোন ধরনের পরিবর্তন চাইলে চলতি সপ্তাহের শেষে উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় তা নিয়ে আলোচনা হবে।

এর আগে পাঁচজন খেলোয়াড় বদলীর সিদ্ধান্তটি অনুমোদন দেয়া হয়েছে। গত বছর গ্রীষ্মে এ টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনা মহামারীর কারনে তা এক বছর পিছিয়ে আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে। আগামী ১ জুন প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

আগামী ২৪ মে‘র মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট। স্কটিশ ম্যানেজার স্টিভ ক্লার্ক মধ্য মে‘তে প্রাথমিক দল ঘোষণা করবেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent