বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

ইউরোপীয় সুপার লিগ ভেস্তে যাবার পথে থাকলেও বুধবার রাতে লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে তথাকথিত ওই সুপার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ক্লাব রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে কাডিজকে ৩-০ গোলে পরাজিত করেছে ‘লা গ্যালাক্টিকোসরা’। এ জয়ে শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদকে চাপের মধ্যে ফেলে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথমার্ধের শেষভাগে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায়ের মাধ্যমে ম্যাচটিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করে রিয়াল মাদ্রিদ। এ জয়ে হেড টু হেডে অ্যাটলেটিকোকে টপকে তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। পরের ম্যাচে হুয়েস্কার মোকাবেলা করবে দিয়াগো সিমিওনের শিষ্যরা।

র‌্যামন ডি কারাঞ্জা স্টেডিয়ামে ম্যাচে করিম বেনজেমা নিজে দুই গোল করার পাশাপাশি অপর গোলটি করতেও সহায়তা করেছেন সতীর্থ আলভারো ওদ্রিওজোলাকে।

ট্রফি ছাড়াও মাদ্রিদ এখন টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে। রোববার গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করলেও বুধবার তারা ফের জয়ের ধারায় ফিরে আসে। নিষিদ্ধ থাকার কারণে ওই ম্যাচে অবশ্য কাসেমিরো এবং নাচোকে পাননি জিদান। ইনজুরি সংকটে থাকা রিয়াল গতকাল অবশ্য তাদেরকে দলে ফিরিয়ে আনে। এমনকি মাদ্রিদের মধ্যভাগে খেলানো হয়েছে ২০ বছর বয়সী এন্টনিও ব্লাঙ্কোকে।

শুরুতে ছন্নছাড়া থাকলেও ক্রমেই সংঘবদ্ধ হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। যদিও গোলের দেখা পেতে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়াস জুনিয়র পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তিন মিনিট পর। বেনজেমার ক্রস থেকে বল পেয়ে দর্শনীয় জালে জড়িয়ে দেন ওদ্রিওজোলা। সাত মিনিট পর কাসেমিরোর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে দ্বিতীয় গোল করেন বেনজেমা। এতেই ৩-০ গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent