নতুন ফরম্যাটে ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ শুরু

২০২৪ সাল থেকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ প্রবর্তিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে উয়েফা। এ ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বের দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৩৬টি করা হয়েছে। সুইজারল্যান্ডের সোমবার উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় নতুন এ ফরম্যাট অনুমোদিত হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের সনাতনী ফরম্যাট অনুযায়ী চার দলের গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিপক্ষ তিন দলের সঙ্গে হোম-অ্যাওয়ে মিলিয়ে ৬টি ম্যাচ খেলতো। তার পরিবর্তে এখন প্রতিটি দল গ্রুপ পর্বেই ১০টি ম্যাচ খেলবে এবং সবগুলোই হবে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে পাঁচটি ঘরের ও পাঁচটি প্রতিপক্ষের মাঠে। এতে করে গ্রুপ পর্বেই আরো ১০০টি ম্যাচ যোগ হতে যাচ্ছে।

৩৬ দলের লড়াইয়ে প্রথম আটটি দল সরাসরি উঠবে শেষ ১৬’তে। আর ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে দুই লেগের প্লে-অফের মাধ্যমে নির্ধারণ করা হবে শেষ ১৬’র বাকি আট দল।

উয়েফার নতুন প্রবর্তিত এ ফরম্যাট সাধারণত দাবায় ব্যবহৃত সুইস পদ্ধতি অনুসরণ করেই পরিকল্পনা করা হয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent