ইন্টারকে রুখে দিল নাপোলি কিন্তু জুভেন্টাসের হার

আটালান্টার কাছে শেষ মুহূর্তে গোল হজম করে সিরি-এ লিগের শিরোপার স্বপ্ন থেকে আরো পিছিয়ে পড়েছে জুভেন্টাস। একইসাথে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। রোববার নিজেদের মাঠে ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আটালান্টা।

ইউক্রেনিয়ান বদলী মিডফিল্ডার রুসলান মালিনোভোস্কির ৮৬ মিনিটের শটে জুভেন্টাসের গোলরক্ষক ওজিয়েচ সিজিসনি পরাস্ত হলে এগিয়ে যায় আটালান্টা। এ জয়ে জুভেন্টাসকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে তৃতীয় স্থান নিশ্চিত করেছে আটালান্টা। ইনজুরি আক্রান্ত দলের মূল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া জুভেন্টাস কাল একেবারেই ছন্নছাড়া ফুটবল খেলেছে। আলভারো মোরাতাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিপরীতে আটালান্টা অনেক বেশি আগ্রাসী ছিল।

এদিকে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের সাথে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। জুভেন্টাসের পরাজয়ের সুযোগে নাপোলির সামনে সুযোগ ছিল ইন্টারকে পরাজিত করার মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে চতুর্থ স্থানে উঠে আসার। কিন্তু তাদেরকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সিরি-এ লিগে শীর্ষ চার দল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে।

এ নিয়ে এবারের মৌসুমে সিরি-এ লিগে ১২ ম্যাচ পর প্রথমবারের মত ইন্টার জয়ী হতে ব্যর্থ হলো। কিন্তু নাপোলির সাথে ড্র করার পরেও ৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরো কাছে চলে এসেছে এন্টোনিও কন্টের দল।

সামির হানডানোভিচের আত্মঘাতি গোলে ৩৬ মিনিটে এগিয়ে যায় নাপোলি। লরেঞ্জো ইনসিগনের ক্রসে ইন্টার গোলরক্ষক হানডানোভিচ নিজেদের জালেই বল জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে সফরকারীরা। ৫৫ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে সমতা ফেরানোর আগে ইন্টারের হয়ে রোমেলু লুকাকু দু’বার পোস্টে বল লাগিয়েছেন।
গত ১১টি সিরি-এ ম্যাচে দারুণ ছন্দে থেকেই জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। কিন্তু কালকের ম্যাচে এরিকসেনের দারুণ ফর্মও সতীর্থরা কাজে লাগাতে পারেনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent