টিকে থাকার স্বপ্ন ধরে রাখল ওয়েস্ট ব্রুম

সাউদাম্পটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড না হবার স্বপ্ন কিছুটা হলেও টিকিয়ে রেখেছে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন। আরেক ম্যাচে ব্রাইটনের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে এভারটন।

সোমবার হথ্রন্সে এমবায়ে ডিয়াগনের গোল ভিএআর প্রযুক্তি বিতর্কিতভাবে বাতিল করে দিলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিক আলবিওনের। কিন্তু স্যাম অলড্রিচের দল তাতে দমে যায়নি। ম্যাথেয়াস পেরেইরার পেনাল্টি ও ম্যাট ফিলিপের স্ট্রাইকে বিরতির আগে ২-০ গোলের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ক্যালুম রবিনসনের গোলে ওয়েস্ট ব্রুমের টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়। আগের ম্যাচে ব্যাগিসরা চেলসিকে ৫-২ গোলে বিস্ময়করভাবে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছিল।

এদিকে অ্যামেক্স স্টেডিয়ামে চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সাথে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল এভারটন। কিন্তু কার্লো আনচেলত্তির দল মাত্র একটি শট প্রতিপক্ষের পোস্টে করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে জয়বিহীন থাকল এভারটন। পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে ব্রাইটন।

প্রথমার্ধে নিল মপে ও ইয়েভেস বিসৌমার ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি ব্রাইটনের। বিরতির পরে এভারটন গোলরক্ষক রবিন ওলসেন দারুণ দক্ষতায় রুখে দেন রুইন ডাঙ্ককে। ধারাবাহিক ভাবে আক্রমণ চালিয়ে যাওয়া ব্রাইটনকে আবরো হতাশ করেছেন মপে ও জ্যাকুব মডার। শেষ মিনিটে অবশ্য অ্যালেক্স ইয়োবির কারণে এগিয়ে যাওয়া হয়নি এভারটনের।

ওয়েস্ট হ্যামের থেকে সাত পয়েন্ট পিছিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে এভারটন। এদিকে এ ড্রয়ে এক পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন জোন থেকে সাত পয়েন্ট দূরে রয়েছে ব্রাইটন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent