দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের ফুটবল


ফিফা র‌্যাংকিয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ফিফা এপ্রিল মাসের র্যাংকিং প্রকাশ করে। ফেব্রুয়ারির ১৮ তারিখের পর এই প্রথম র‌্যাংকিং প্রকাশ করলো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

বাংলাদেশ সর্বশেষ র‌্যাংকিংয়ে ছিল ১৮৬ নম্বরে। দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪ নম্বরে। যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হেরেছে।

নেপালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। তবে এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে।

শীর্ষ ৬ দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম ১, ফ্রান্স ২, ব্রাজিল ৩, ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন ৬। তবে ইতালি ৪ ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠেছে ৭ এ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent