ফাইনালে মুখোমুখি সেনাবাহিনী-সিলেট

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট। মঙ্গলবার কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কে এবং সিলেট জেলা একই ব্যবধানে হারিয়েছে সাতক্ষীরাকে।

দিনের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর গোল করেছেন কাওসার, মকিন ও সঞ্জয়। বিকেএসপির গোলদাতা তৌহিদুল।

দ্বিতীয় সেমিফাইনালে সাতক্ষীরার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল সিলেট। ৩ মিনিটে জিল্লুর ও ২৫ মিনিটে গোল করেন রেজাউল। ৫৯ মিনিটে ইয়াসিন আলীর গোলে ব্যবধান কমিয়েছিল সাতক্ষীরা। কিন্তু ইনজুরি সময়ে নাফিসের গোলে সিলেটের জয়ের ব্যবধান দাঁড়ায় ৩-১।

বুধবার কুমিল্লায় বিকেল সাড়ে ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে সেনাবাহিনী ও সিলেট। তার আগে দুপুর ১ টায় ব্রোঞ্জের লড়াইয়ে নামবে বিকেএসপি ও সাতক্ষীরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent