ব্রাজিলিয়ান টরেসকে ছেড়ে দিচ্ছে আবাহনী


বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব এবং এএফসি কাপের জন্য আবাহনী ফিরিয়ে আনছে তাদের পুরোনো অস্ত্র নাইজেরিয়ার সানডে চিজোবাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে এক বিদেশি পরিবর্তন করছে ক্লাবটি। যে বিদেশিকে বিদায় করছে ৬ বারের চ্যাম্পিয়নরা- তিনি ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো রদ্রিগেজ তরেস। তাকে ছেড়ে আবাহনীর পছন্দের নামটি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খুবই পরিচিত- নাইজেরিয়ান সানডে চিজোবা।

বাংলাদেশের বেশ কয়েকটি ক্লাবে খেলে সানডে সর্বশেষ গায়ে জড়িয়েছিলেন আবাহনীর জার্সি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো ক্লাব ডাকেনি তাকে। দ্বিতীয় পর্বে সেই আবাহনীর ডাকেই আবার নাইজেরিয়া থেকে ঢাকায় আসছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কবে আসবেন সানডে? আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বললেন, ‘বুধবার সানডে’র ঢাকায় আসার কথা। তবে আমরা এখন দ্বিধায় আছি। দেশে লকডাউন শুরু হয়েছে। লিগ কবে শুরু হবে ঠিক নেই। এএফসি কাপের ম্যাচ ১৪ এপ্রিল হবে কি না তা নিয়েও সর্বশেষ কোনো তথ্য নেই আমাদের কাছে।’ লিগ. এএফসি কাপ নিয়ে আবাহনী দু:শ্চিন্তায় আছে।

আপাতত ঘরোয়া সব খেলা স্থগিত। লকডাউন শেষ হওয়ার কমপক্ষে ৭ দিন সময় দিয়ে লিগগুলো মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছে বাফুফে।ভ এএফসি কাপ নিয়ে কী সিদ্ধান্ত তাও বাফুফে জানতে চেয়েছি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে।’

করোনাভাইরাস সারাবিশ্বে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট সিডিউলও সীমিত হয়ে আসছে। এ অবস্থায় কি আবাহনীর ১৪ এপ্রিলের ম্যাচটি হবে? ম্যাচটি হওয়ার কথা ঢাকায়। আবাহনীর প্রতিপক্ষ কারা তাও অজানা। বুধবার সাউথ এশিয়ান জোনের প্লে-অফ ম্যাচ আছে নেপাল আর্মি ক্লাব ও শ্রীলংকা পুলিশের মধ্যে। জয়ী দলটি ঢাকায় আসবে।

আবাহনী এএফসি কাপ ও লিগ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে করোনাবৃদ্ধি ও লকডাউন মিলে ক্লাবটিকে ফেলে দিয়েছে অনিশ্চয়তায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent