একেই বলে বিয়ে ভাগ্য…

ঢাকা ছাড়ার আগেই জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা নতুন বউকে ট্রফি উপহার দেয়ার কথা ব্যক্ত করেই নেপাল গিয়েছিলেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পেয়ে সেটিকেও স্মরণীয় করে রাখার কথা বলেছিলেন।

বিয়ের পর প্রথম টুর্নামেন্টে খেলতে নেমেই নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে কিরগিজস্তানের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছেন। তার অধিনায়কত্বেই কাঠমান্ডুতে এসেছে এ জয়। শুধু তাই নয়, একই সঙ্গে ম্যাচসেরা হয়ে পুরস্কার পেলেন মার্কিন ডলারও। শেষতক ম্যাচটি তার জন্য স্মরণীয় হয়েই থাকল। একেই বলে বিয়ে ভাগ্য!

যদিও ৫৬ মিনিটে মাসুক মিয়া জনির পরিবর্তে মাঠে নামেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন আর্মব্যান্ড জামালের হাতে তুলে দেন সোহেল। তবে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝমাঠের চালিকা শক্তি হিসেবেই তিনি দায়িত্ব পালন করেছেন।

ইন্ডিয়ান লিগ খেলে আসা জামাল ভূঁইয়া ক্লান্ত থাকায় কোচ জেসি ডে অবশ্য শুরুতে একাদশে রাখেননি। বদলি হিসেবে নামা জামালকে মাঠে ক্লান্তই মনে হয়েছে। তার কাছ থেকে ভাল কোন পাসও পাওয়া যায়নি।

তবে সোহেল রানা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লড়েছেন। বাংলাদেশ জিতেছে। সেই সঙ্গে সোহেল রানা জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অধিনায়কের দায়িত্বে তাকে আরও উজ্জীবিত করে তুলেছিল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent