বন্যার ডবল হ্যাটট্রিক

বন্যার ডবল হ্যাটট্রিক আর ইতি ও ঐশির হ্যাটট্রিকের উপর ভর করে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শনিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা বড় জয় পেয়েছে। তারা ১৪-০ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে। ঝিনাইদহ জেলার বন্যা ৪, ৮, ২৪, ২৭, ৩০ ও ৫২ মিনিটে ছয়টি, ইতি ২১, ৫৭ ও ৬৪ মিনিটে তিনটি, ঐশি ৫৮, ৬৩ ও ৬৬ মিনিটে তিনটি এবং লিজা ও তৃষা ২৮ ও ৫৫ মিনিটে দুটি গোল করেন।

একই ভেন্যুতে রাজশাহী জেলা ৪-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলাকে। বিজয়ী দলের অর্চনা রানি ১৮ ও ২৫ মিনিটে দুটি এবং সুমিতা ও কর্ণফুলি ৪৬ ও ৪৮ মিনিটে গোল করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে স্বাগতিক ব্রাহ্মণবাড়িয়া জেলার কাছে ৬-০ গোলে হেরেছে সুনামগঞ্জ জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেসমিন ২ ও ২২ মিনিটে দু’টি এবং রিয়া, পূজা, আরিফা ও মাকসুদা ৩, ১৬, ৫২ ও ৬৭ মিনিটে গোল করেন।

একই ভেন্যতে কক্সবাজার জেলা ৪-১ গোলে ফেনী জেলাকে পরাজিত করে। কক্সবাজারের আরশি, সুমাইয়া ও সুমি ১, ১০ ও ৩২ মিনিটে গোল করেন এবং ৫৬ মিনিটে একটি আত্মঘাতী গোল হয়। অন্যদিকে ফেনীর সুরাইয়া ৫১ মিনিটে একটি গোল করেন।

পটুয়াখালী স্টেডিয়ামে স্বাগতিক পটুয়াখালী জেলা ৬-০ গোলে বরগুনা জেলাকে পরাজিত করে। পটুয়াখালীর স্মৃতি আক্তার ৫, ১৩, ৩০ ও ৪১ মিনিটে চারটি এবং মোহনা শারমিন ৫৫ ও ৬৭ মিনিটে দুটি গোল করেন।

একই ভেন্যুতে মাগুরা জেলা ৯-০ গোলে ঝালকাঠি জেলাকে হারিয়েছে। মাগুরার রিমা ৭, ১৫ ও ৪৬ মিনিটে তিনটি, সন্ধ্যা ১৪ ও ২৬ মিনিটে দু’টি এবং ইশিতা, বাড়ৈ মুন্নি, মারিয়া খাতুন ও জয়ন্তিকা রানি ৫০, ৪৪, ১৩ ও ২২ মিনিটে গোল করেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent