এবার কাঠমান্ডুতে করোনা পরীক্ষা

জাতীয় ফুটবল দল নেপাল যাবার আগে একবার ঢাকায় করোনা পরীক্ষা করেছে। এবার কাঠমান্ডু পৌঁছে আরো একবার করোনা পরীক্ষার মুখোমুখি হলেন ফুটবলাররা।

বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হোটেলে প্রবেশের পরপরই বাংলাদেশ দলের ৩২ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শুক্রবার রেজাল্ট পাওয়া যাবে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

এদিকে জাতীয় দলের সদস্যদের মধ্যে ঢাকায় ডিফেন্ডার রহমত মিয়ার করোনা পজিটিভ হওয়ায় তাকে রেখে দল নেপাল গেছে। আবার তার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। তিনি এখন হোটেলেই আইসোলেশনে আছেন। রিপোর্ট নেগেটিভ হলে ২২ মার্চ বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কাঠমান্ডু যাবেন রহমত।

অপরদিকে নেপাল পৌঁছে জাতীয় দল যে করোনা নমুনা দিয়েছে সেটার রেজাল্ট পেতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে বাংলাদেশ স্থানীয় আর্মি স্টেডিয়ামে অনুশীলন করবে।

লাল-সবুজ জার্সীধারীরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই অবশ্য হিমালয়কন্যার দেশে গেছেন। কিন্তু কোচ জেমি ডে বলছেন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভাল করার প্রত্যয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক এ ফুটবল টুর্নামেন্ট ২৩-২৯ মার্চ পর্যন্ত দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent