কোচ এডুকেশন কোর্সে ডিসকাউন্ট

কোচ এডুকেশন কোর্সে নানা রকম যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচদের স্বার্থ রক্ষায় তেমনি একটি সিদ্ধান্ত গৃহীত হল এবার।

এখন থেকে কোচ এডুকেশন কোর্সের আওতায় যে ৭৮টি কোচিং একাডেমি কোচিং অ্যাক্রিডিটেশন স্কিম অর্জন করেছে এবং স্টার রেটেড সার্টিফিকেটপ্রাপ্ত সে সব একাডেমির কোচদেরকে বাফুফের কোচ এডুকেশন বিভাগের আওতাভুক্ত যে কোন কোর্স করলে ২৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হবে।

এটি কোচদের জন্য বাফুফের সহযোগিতামূলক সম্পর্কের অনন্য দৃষ্টান্ত। এ ধরনের সহযোগিতামূলক সম্পর্ক ফুটবলের উন্নয়নে কোচ ও খেলোয়াড়দের ভবিষ্যতে সাফল্য লাভে অনুপ্রাণিত করবে।

এ প্রসঙ্গে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস বলেন, কোচদের উন্নতি সাধনে আমরা সর্বদা সহযোগিতা করে যাব। আমি মনে করি এর ফলে সারাদেশের খেলোয়াড়দের মধ্যেও সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে। কেননা কোচদের উন্নতি সাধিত হলে একই সঙ্গে খেলোয়াড়দেরও উন্নতি হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent