বাফুফের কাউন্সিলর ও স্ট্যান্ডিং কমিটি এত কেন?


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বশেষ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে কাউন্সিলর ছিলেন ১৪৭ জন। এর মধ্যে ১৩৯ জন ছিলেন ভোটার, ননভোটার কাউন্সিলর ছিলেন ৯ জন।

বাংলাদেশের মতো একটি দেশের ফুটবল ফেডারেশনে এত ভোটার কেন? এ প্রশ্ন করেছে ফিফা। গত ৩ অক্টোবর নির্বাচনের পর ফিফা কয়েক দফা এ্ বিষয়ে কথা বলেছে বাফুফের সঙ্গে।

বাফুফের কাউন্সিলর হিসেবে আছে কয়েকটি বিশ্বাবিদ্যালয় ও শিক্ষা বোর্ড। এ্ইসব প্রতিষ্ঠানের কাউন্সিলর হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে ফিফা। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বুধবার জেলা লিগ কমিটির সভায় এ কথাগুলো জানিয়েছেন কমিটির সদস্যদের।

ফিফার নির্দেশনার কথা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা বলেছে, যারা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের কাউন্সিলর হিসেবে না রাখতে। যেসব জেলা লিগ আয়োজন করবে না, তাদেরও কাউন্সিলর না রাখার পরামর্শ দিয়েছে ফিফা। তারা বলেছে, ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন মেম্বার অ্যাসোসিয়েশন ফুটবলের সঙ্গে সম্পৃক্ত তাদের তালিকা বের করে জমা দিতে এবং শুধু তারাই থাকবে বাফুফের কাউন্সিলর। সুতরাং ডিএফএ তথা জেলাগুলো ফুটবল লিগ আয়োজন না করলে অটোমেটিক তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে।’

বাফুফেকে ফিফা বলেছে, ‘যারা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নয়, নির্বাচন এলে কেন টাকা খরচ করে তাদের ডেকে আনা হয়? কেন তাদের পেছনে অর্থ ব্যয় করা হয়। এসবের কোনো প্রয়োজন নেই। এমনকি বাফুফের স্ট্যান্ডিং কমিটির সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছে ফিফা। বলেছে, এতগুলো স্ট্যান্ডিং কমিটি কেন। কমিটির সংখ্যা কমিয়ে আনারও পরামর্শ দিয়েছে তারা।’

বাফুফেতে মোট ২১টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। কাজী সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছেন, কমিটির সংখ্যা কমিয়ে বহর ছোট করা হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent