ফের বার্সা সভাপতি লাপোর্তা

বার্সেলোনা ক্লাব সভাপতি নির্বাচনে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছেন হুয়ান লাপোর্তা। দ্বিতীয়বারের মত তিনি কাতালান ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত লাপোর্তো বার্সার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই মেয়াদে তিনি পেপ গার্দিওলার মত বিশ্বমানের কোচকে ক্লাবের দায়িত্ব দিতে সক্ষম হয়ছিলেন। গার্দিওলার অধীনে বার্সেলোনা ২০০৮-০৯ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জয় করার কৃতিত্ব দেখিয়েছিল।

লাপোর্তার সাত বছরের মেয়াদে সব মিলিয়ে বার্সেলোনা চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে। ৫৮ বছর বয়সী লাপোর্তা গতকাল নির্বাচনে ভিক্টর ফন্ট ও টনি ফ্রেইক্সাকে পরাজিত করেছেন।

ক্লাব সদস্যদের দেয়া মোট ৫৫৬১১টি ভোটের মধ্যে লাপোর্তা ৩০১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যা মূল ভোটের ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ট পেয়েছেন ১৬ হাজার ৬৭৯ বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইক্সা পেয়েছেন ৪ হাজার ৭৬৯ বা ৮.৫৮ শতাংশ ভোট।

এর আগে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোসেপ মারিয়া বার্তোমেউ। ওই সময় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস। বার্তোমেউয়ের বিদায়ের পর গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে ৭ মার্চ নেওয়া হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent