শিরোপা দৌঁড়ে পিএসজি, লিঁও, লিলি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষে থাকা তিন দল লিলি, পিএসজি ও লিঁও বুধবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। এ জয়ে শিরোপা দৌঁড়ে এগিয়ে থাকা তিনটি দলই সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে জমে উঠেছে শিরোপা যাত্রা। শীর্ষে থাকা এই তিন দলের লিগ ওয়ানে আরো ১০টি করে ম্যাচ বাকি আছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অ্যাওয়ে ম্যাচে বর্দুর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। ২০ মিনিটে বামদিক থেকে ইদ্রিসা গুয়ের ক্রসে উইঙ্গার পাবলো সারাবিয়ার গোলে সফরকারীদের জয় নিশ্চিত হয়। তবে মাঠে নামতে পারেননি ইনজুরি আক্রান্ত নেইমার, নিষেধাজ্ঞায় তাকা কিলিয়ান এমবাপ্পে ও কোভিড পজিটিভ হওয়া মোয়েস কিন।

লিগ টেবিলের শীর্ষে থাকা লিলি ঘরের মাঠে মার্সেইর সাথে গোল শূন্য ড্রয়ের হাত থেকে কোন মতে রক্ষা পেয়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ও স্টপেজ টাইমে পরপর দুই গোল করে কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড লিলিকে নাটকীয় জয় উপহার দেন। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা পিএসজির থেকে দুই পয়েন্ট এগিয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিলি।

পিএসজির থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা লিঁও ঘরের মাঠে রেনেকে ১-০ গোলে পরাজিত করেছে। ৭৪ মিনিটে মেমফিস ডিপের পাস থেকে বদলী খেলোয়াড় হুসেম অরার গোলে লিঁওর জয় নিশ্চিত হয়।

দিনের অপর ম্যাচগুলোতে ব্রেস্ট নিজেদের মাঠে তলানির দল ডিওনকে ৩-১ গোলে ও নিস ধুকতে থাকা নিমেসকে ২-১ গোলে, রেইমস ২-১ গোলে নঁতেকে পরাজিত করেছে। এছাড়া মন্টিপিলিয়ার ও লোরিয়েন্টের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent