প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের চূড়ান্তপর্ব শুরু

বাফুফে বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের চূড়ান্তপর্ব আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তিনদিনব্যাপী এ বিশেষ কমসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি কাজী মো. সালাহ্উদ্দিন।

প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের চূড়ান্তপর্ব উদ্বোধনকালে কিংবদন্তি ফুটবলার বাফুফে সভাপতি কাজী মো. সালাহ্উদ্দিন গণমাধ্যমকে বলেন, চূড়ান্তপর্বের বাছাই শেষে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে একটি ক্যাম্প করা হবে। আমি আশা করছি এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে, যারা আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য দেখাতে পারবে।

আসন্ন সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ, এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্সে অংশগ্রহণের লক্ষে চূড়ান্তপর্ব থেকে খেলোয়াড় বাছাই করে দল গঠন করা হবে।

উল্লেখ্য অনূর্ধ্ব দলসমূহ গঠনের লক্ষে গত ৩০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় পর্যায় এবং ১৯ ফেব্রুয়ারি থেকে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর পর আজ ২৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের চূড়ান্তপর্ব শুরু হলো। যা ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent