বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে বাফুফেকে এএফসির চিঠি


আগামী ২৫ মার্চ নির্ধারিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত কোথায় ও কবে হবে তা নিয়ে তৈরি হয়েছে ঘোলাটে পরিস্থতি। আফগানিস্তান ম্যাচটি বাংলাদেশে এসে খেলতে নারাজ, বাংলাদেশ ম্যাচটি আয়োজনে প্রস্তুত। বাফুফে আগেই ফিফা ও এএফসিকে জানিয়েছে বাকি তিনটি ম্যাচ ঘরের মাঠেই খেলতে চায়।

বুধবার ‘ই’ গ্রুপের দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে ভার্চুয়াল সভা করেছে এএফসি। সেখানে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো সেন্ট্রাল ভেন্যুতে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে।

ওই সভার পর বৃহস্পতিবার বাফুফেকে চিঠি দিয়েছে এএফসি। চিঠিতে বাফুফেকে তাদের অবস্থান লিখিতভাবে ২২ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলেছে। একই চিঠি তারা দিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশনকেও।

দুই দেশের লিখিত মতামত জানার পর ২৩ ফেব্রুয়ারি এএফসি ম্যাচটির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও বাফুফেকে দেয়া চিঠিতে উল্লেখ করেছে।

মার্চে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া অন্য যে ম্যাচ দুটি আছে তা সেন্ট্রাল ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ বাকি মার্চে আফগানিস্তানের বিপক্ষে এবং জুনে ভারত ও ওমানের বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent