ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন

ক্লাব বিশ্বকাপ ফুটবলে জার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ শিরোপা জয় করেছে। বৃহস্পতিবার কাতারে ফাইনালে তারা ১-০ গোলে মেক্সিকোর টাইগ্রেসকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে।

৫৯ মিনিটে বায়ার্নের হয়ে জয়সূচক গোল করেন বেঞ্জামিন পাবার্ড। এ নিয়ে ১২ মাসের মধ্যে ছয়টি শিরোপা ঘরে তুলল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।

এ নিয়ে টানা অষ্টমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করল ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী দল। গত বছর এ শিরোপাটি ঘরে তুলেছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল।

বায়ার্নের এটি দ্বিতীয় ক্লাব বিশ্বকাপের শিরোপা। দ্বিতীয় কোন ক্লাব হিসেবে এক বছরের মধ্যে ছয়টি শিরোপার সবকটি জয়ের বিরল গৌরব অর্জন করল জার্মান জায়ান্টরা। এর আগে ২০০৯ সালে এ সফলতা পেয়েছিল বার্সেলোনা।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও গত মৌসুমের জার্মান সুপার কাপ জয় করেছে বায়ার্ন মিউনিখ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent