ডিএসসিসির আন্ত:ওয়ার্ড ক্রীড়ায় ৬৩ ফুটবল দল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজিত এই প্রতিযোগিতায় ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডকে সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৩টি দল ফুটবল খেলায় এবং ৬৪টি দল ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার ডিএসসিসির নগরভবনে সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ‘ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩ দল ফুটবলে এবং ৬৪ দল ক্রিকেটে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে হবে। ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন ও ১৫ মার্চ সমাপনী অনুষ্ঠান হবে। ফুটবলের উদ্বোধনী ও সমাপনী ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের উদ্বোধনী সমাপনী অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়াম। ১৩টি মাঠে এই ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।’

ক্রিকেট ও ফুটবল চ্যাম্পিয়ন দল ৫ লাখ টাকা রানারর্সআপ দল তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাবেন ২০ হাজার টাকা করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent