‘এ ডিপ্লোমা’ কোর্স ৩ ফেব্রুয়ারি শুরু

বছর জুড়ে কোচদের উন্নয়ন প্রক্রিয়া চালু রাখতে বাফুফে-এএফসি ‘এ ডিপ্লোমা’ কোর্স ২০২১ শুরু করতে যাচ্ছে বাফুফে। ‘এ ডিপ্লোমা’ কোর্সের পার্ট-১ আগামীকাল ৩ ফেব্রুয়ারি বাফুফে প্রধান কার্যালয়ে শুরু হবে।

কোচদের উন্নয়নের প্রতিশ্রুতি ও ফেডারেশনের কোচিং শিক্ষা প্রকল্পের অংশ হিসাবে, ‘এ ডিপ্লোমা’ কোর্সটি কোচদের জন্য সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়। শুধু খেলোয়াড়দের সাথে সংযুক্ত থেকে কাজ করা নয় বরং ফুটবলের শীর্ষস্তরে কাজ করার জন্য এটিকে প্রধান যোগ্যতা হিসাবে এটি বিশ্বজুড়ে গণ্য করা হয়।

‘এ ডিপ্লোমা’ কোর্সটি কেবলমাত্র বাংলাদেশের বর্তমান কোচদের যোগ্যতা তৈরির পথই সুগম করছে না। একই সাথে এর বিস্তৃত কোর্স, ওয়ার্কশপ ও ফুটবলের সর্বস্তরের বিষয়ে শেখার সুযোগও তৈরি করে দিচ্ছে।

ফেডারেশনের কোচ শিক্ষা বিভাগের প্রধান মাহবুব আলম পলো বলেন, কোচদের জন্য আমাদের এ কোর্সগুলো সাফ অঞ্চলে অন্যান্যদের তুলনায় শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আরো এগিয়ে রেখেছে। আমরা মনে করি কোচ শিক্ষার মাধ্যমে আমাদের ধারাবাহিকতা, প্রতিশ্রুতি ও কৌশলগুলো আরো সংযুক্ত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent