আগামীর সালাউদ্দিন, সালাম, আসলামদের খোঁজে বাফুফে


ফুটবলকে তার অতীত ঐতিহ্যে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরু করেছে সারাদেশ থেকে প্রতিভা অন্বেষণ।
উদীয়মান ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় খুঁজে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাফুফে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের দল গঠনের জন্য বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে বাফুফের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প খুব শীঘ্রই শুরু হচ্ছে। ৩০ জানুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও বিভাগে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় অম্বেষন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলার প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতিআতাউর রহমান ভুইয়া (মানিক), ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রথম দিন ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, বান্দরবান, খুলনা, সুনামগঞ্জ, রাজশাহী, রংপুর, বরিশাল ও শেরপুরে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি শরীয়তপুর, লক্ষীপুর, বাগেরহাট, সিলেট, নওগাঁ, নীলফামারী, ভোলা ও জামালপুরে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বাফুফে আশা করছে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে আগামী দিনের সালাউদ্দিন, সালাম মুর্শেদী, বাদল রায় ও শেখ মোহাম্মদ আসলামের মতো খেলোয়াড় খুঁজে পাবেন তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent