বঙ্গবন্ধু গোল্ডকাপে নতুন জার্সি পাচ্ছে জাতীয় জাতীয় ফুটবল দল

অর্ধযুগ পর নতুন ডিজাইনের জার্সি পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১ থেকে ১১ মার্চ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ সামনে রেখে নতুন ডিজাইনের জার্সি তৈরির উদ্যোগ নিয়েছে বাফুফে। এ জন্য উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের ফুটবলে অভিভাবক সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে জাতির পিতার নামের টুর্নামেন্টে নতুন জার্সিতে দেখা যাবে জামাল ভূঁইয়াদের।

সর্বশেষ ২০১৫ সালের ফ্রেব্রুয়ারিতে জাতীয় ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডিজাইন তৈরির জন্য যে প্রতিযোগিতা আহ্বান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা শেষ হবে ২৪ জানুয়ারি রাত ১২টায়। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৫ জানুয়ারির মধ্যে দুটি জার্সির ডিজাইন বাফুফেতে পাঠাতে হবে।

সবুজ ও লাল অথবা সুবুজ ও সাদার মিশ্রনে হতে হবে জাতীয় দলের হোম এবং অ্যাওয়ে জার্সি। তবে গোলরক্ষকের জার্সি যে কোনো রঙের হতে পারে। ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে টাকাসহ আরো কয়েকটি পুরস্কার।

জার্সি উম্মোচনের জন্য যে সংবাদ সম্মেলনের আয়োজন করবে বাফুফে সেখানে বিজয়ীকে উপস্থিত থাকার সুযোগ দেয়া হবে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন বিজয়ী। জাতীয় দলের সঙ্গে ছবি তুলতে পারবেন জার্সি প্রতিযোগিতায় বিজয়ী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাবেন দুটি ভিআইপি টিকিট। টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলের সঙ্গে টিম হোটেলে ডিনারের সুযোগও থাকবে বিজয়ীর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি ব্লেজার উপহার পাবেন এবং বিজয়ীকে বাফুফে সভাপতি স্বাক্ষরিত একটি সনদও প্রদান করা হবে।

২০১৫ সালের জার্সি প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার ছিল ঢাকা-কাঠমান্ডু-ঢাকা বিমান টিকিট। কিন্তু বিজয়ীর পাসপোর্ট না থাকায় তাকে টিকিটের সমপরিমান টাকা দিয়েছিল বাফুফে। এবার পুরস্কার হিসেবে রাখা হয়েছে ২৫ হাজার টাকার পাশপাশি আরো কিছু পুরস্কার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent