এগিয়ে চলেছে ফুটবল উন্নয়নে তৃণমূল কর্মসূচি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের ফুটবল উন্নয়নে তৃণমূল কর্মসূচি অব্যাহত রেখেছে। ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ ১২ জানুয়ারি মাদারীপুর ও ফেনী জোনে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

মাদারীপুর জোনে জার্সি বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র খালিদ হোসেন ইহাদ ও ফেনী জোনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসের বাহার।

আগামীকাল ১৩ জানুয়ারি শেখ কামাল স্টেডিয়াম নীলফামারী জোনে খেলোয়াড়দের মধ্যে ম্যাচ জার্সি বিতরণ করা হবে।

খেলোয়াড়রা যেন প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফুটবল একাডেমি ও পার্শ্ববর্তী জেলার সাথে ম্যাচে অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে।

উল্লেখ্য এ কর্মসূচির আওতায় ২০২০ সালের ১৮ নভেম্বর নীলফামারী, মাদারীপুর ও ফেনী তিনটি ভেন্যুতে তৃণমূল কার্যক্রমের উদ্বোধন হয়। ছয়টি বয়সভিত্তিক গ্রুপের মধ্যে ছেলেদের জন্য ৪টি ও মেয়েদের জন্য ২ টি গ্রুপ নির্ধারণ করা হয়। এ গ্রুপে ছেলে ও মেয়েদের বয়সসীমা ৮ থেকে ১৮ বছর। প্রতি ব্যাচে ৫০ জন ছেলে ও ৩০ জন মেয়ে খেলোয়াড় নিয়ে গ্রুপ গঠন করা হয়। প্রতিটি জোনে ২৬০ জন প্রশিক্ষণার্থী (২০০ জন ছেলে ও ৬০ জন মেয়ে) প্রশিক্ষণরত রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent