জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব কাল শুরু

জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে বিকেলে এ আসরের উদ্বোধন করবেন বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি।

এ বছর ২০ জানুয়ারি থেকে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। প্রথম রাউন্ডে ৫৭টি স্কুল দল অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে আট অঞ্চলের চ্যাম্পিয়ন দল।

চূড়ান্ত পর্বে আট দল দুই গ্রুপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের উদ্যোগে কোভিড পরীক্ষা করাবে। তাদের অন্যসব খরচ বহন করবে বাফুফে। চ্যাম্পিয়ন দল এক লাখ এবং রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। এছাড়া অন্যান্য পুরস্কারও থাকছে।

বাফুফে ভবনে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চূড়ান্ত পর্বের বিভিন্ন তথ্য তুলে ধরেন বাফুফের স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের হেড অব করেপোরেট কমিউনিকেশন এন্ড ব্র্যান্ডিং নায়লা তারাননুম চৌধুরী।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent