করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচটি খেলে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জামাল এখন কাতারে আইসোলেশনে আছে। তাঁর বিকল্প খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছে কলকাতা মোহামেডান। নভেম্বরে কলকাতার ঐতিহ্যবাহী দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।

কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্রাম স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার হবে, যদি জামাল এবার আমাদের হয়ে খেলতে না পারে। এমন পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। প্রকৃতির বিপক্ষে গিয়ে কিছু করতে পারব না। এ বছর না হলে আগামী মৌসুমে আই লিগ অথবা ইএসএলে জামালকে আবার প্রস্তাব দেব। ওর সঙ্গে যে সম্পর্ক হয়েছে, আশা করি সে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। আগামী সোম–মঙ্গলবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে জামালের বিকল্প হিসেবে কাকে নেব। আমাদের হাতে তিন-চারজন খেলোয়াড়ের বায়োডাটা আছে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent