জামাল-সাইফ নাটকীয় ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার সমানতালে চলছে সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ যেন ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ অবস্থা। পয়েন্ট টেবিলের চিত্রেও একই দৃশ্য। দুদলের মাঠের লড়াইয়ের চিত্রটাও অভিন্ন। শুক্রবার মুন্সিগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগের ১৯তম রাউন্ডে মুখোমুখি হয় সাইফ এসসি ও শেখ জামাল। ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়।

ম্যাচের ৩৭ মিনিটে সোহানের গোলে এগিয়ে যায় শেখ জামাল। শাকিলের কর্ণার থেকে দারুণ এক হেডে গোলটি করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ধানমন্ডির দল। এই অর্থে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করে সাইফ। এমনকি বল দখলেও এগিয়ে ছিল জামাল, এমফন, রহিমরা। কিন্তু গোল তুলে নিতে ব্যর্থ হয়। উল্টো এমেকা ইনজুরিতে মাঠ ছাড়লে কিছুটা চাপে পড়ে দল।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে মরিয়া সাইফ এসসি ৭৪ মিনিটে সমতায় ফেরে। জামাল ভূঁইয়ার কর্ণার কিক উড়ে এসে শেখ জামালের খেলোয়াড় সৌরভের হাতে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান এমেরি বাইসেঙ্গে (১-১)।

এরপর দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখে। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে সাইফ এসসি- শেখ জামাল। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকে। সেখান থেকে ৩ মিনিটের অতিরিক্ত সময়ে খেলা গড়লে সেখানেই নাটকীয় ঘটনার তৈরি হয়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই (৯০+১) আসরর গফুরভের দারুণ এক গোলে এগিয়ে যায় সাইফ (১-২)। ফাহিমের পাসে বক্সে ঢুকে শেখ জামালের আগুয়ান গোলরক্ষক নাঈমকে বোকা বানিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান গফুরভ।

গোলের আনন্দ ফিকে হতে সময় লাগেনি সাইফের। ম্যাচের একেবারে অন্তিম সময়ে গিয়ে পেনাল্টি পায় শেখ জামাল। এই ম্যাচের প্রথম গোলদাতা সোহানের বুদ্ধিতে পেনাল্টি তুলে নেয় দলটি। সোহানের আলতো করে তুলে মারা বলটি বক্সের ভেতর উচ্ছ্বাসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে শেখ জামালকে ২-২ গোলের ড্র এনে দেন ওতাবেক।

কাকতালীয় হলেও সত্য এই দুদলের প্রথম লেগের ম্যাচটিও ২-২ গোলে ড্র হয়েছিল এবং সেই ম্যাচেও অতিরিক্ত সময়ে গিয়ে রেজাল্ট হয়েছিল। ১৯ ম্যাচ শেষে সাইফ এসসির সংগ্রহ এখন ৩৪ পয়েন্ট। টেবিলের তিন নম্বর অবস্থান দলটির। সমান সংখ্যক ম্যাচে শেখ জামালের সংগ্রহও ৩৪ পয়েন্ট। গোলগড়ে পিছিয়ে থাকায় টেবিলে অবস্থান চারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent