মোহনবাগান ঝড়ে উড়ে গেলো বসুন্ধরা কিংস

এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগানের কাছে ৪-০ গোলে উড়ে গেছে বাংলাদেশর বসুন্ধরা কিংস। শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিকরা দুই অর্ধে দুটি করে গোল করেছে।

ম্যাচ শুরুর ৫ মিনিট পরই বৃষ্টি আর তুমুল ঝড়। ক্ষণিক বন্ধ খেলা। পূনরায় খেলা শুরুর পর ঝড়-বৃষ্টির আঘাত ১২ মিনিটে। দ্বিতীয়বারের ঝড়ে আর রক্ষা হলো না। ম্যাচ বন্ধ থাকলো পৌনে এক ঘণ্টার মতো। প্রকৃতির ঝড় শেষে খেলা চালু হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসই রাজত্ব করছিল মোহনবাগানের রাজ্যে। তবে সেটা দেখা গেলো ২৪ মিনিট পর্যন্ত।

২৫ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের অমার্জনীয় ব্যর্থতায় গোল করে বসে মোহনবাগান। শুরু হলো স্বাতিকদের ঝড়। ২৫, ৩৪ ও ৫৩ মিনিটে লিস্টন কোলাসোর গোল-হ্যাটট্রিক করে মোহনবাগানকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন। ম্যাচ থেকে ছিটকে পড়লো এর আগে এএফসি কাপের কোন ম্যাচ না হারা বসুন্ধরা কিংস।

ফুটবলের রঙটা ক্ষণেক্ষণেই বদলায়। যেমন শনিবার বদলালো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ২৪ মিনিটের মধ্যে তিনটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। যার খেসারত দিয়েছে ৪ গোল খেয়ে।

গোল হওয়ার আগ পর্যন্ত তেড়েফুঁড়ে খেলছিল বসুন্ধরাই। মনে হয়েছিল ঘরের মাঠে নাকানি-চুবানি খাবে মোহনবাগান। কিংসও একুট বেশি আগ্রাসী হয়ে খেলেছে। রক্ষণভাগ সুরক্ষিত না করে যে ভুলটা করেছে তার খিসারত দিয়েছে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধে আরো ২ গোল খেয়ে বসুন্ধরা কিংস সহজেই আত্মসমর্পন করে স্বাগতিক ক্লাবের কাছে।

৩ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস ২ টি পরিবর্তন করেন কোচ অস্কার ব্রুজোন। বিশ্বনাথ ও মাসুক মিয়া জনিকে উঠিয়ে কোচ মাঠে নামান ইবাহিম ও মতিন মিয়াকে। তাতেও কোন কাজ হয়নি।

বরং মোহনবাগানের বদলি খেলোয়াড় অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়াম ৭৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-০ তে। এর পর বসুন্ধরার কোচ মাঠে নামান এলিটা কিংসলেকে। তিনি একটি সহজ সুযোগ মিস করে বোঝালেন কেন তাকে একাদশে রাখেন না কোচ।

১৯ এপ্রিল এই মাঠে মোহনবাগের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। এএফসি কাপে প্লে-অফের সেই ম্যাচে বাংলাদেশের ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। পরপর দুই ম্যাচে বাংলাদেশের দুই প্রধান দলকে নাকানি-চুবানি খাইয়ে মোহনবাগান বুঝিয়ে দিয়েছে দুই বাংলার ফুটবলের পার্থক্য।

বসুন্ধরা কিংস
আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, মাসুক মিয়া জনি (মতিন মিয়া), রবসন, বিশ্বনাথ ঘোষ (ইব্রাহিম), ম্যাথু চিনেদু (এলিটা কিংসলে), সোহেল রানা (আতিকুর রহমান ফাহাদ), মিগুয়েল ফেরেইরা, রিমন হোসেন (মাহবুবুর রহমান সুফিল), তারিক কাজী ও খালেদ সাফি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent