৩৬ দিনের বিরতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

চট্টগ্রাম আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং উত্তর বারিধারা ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম রাউন্ড। এই রাউন্ডের পর শনিবার থেকে লম্বা বিরতিতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর।

৩৬ দিনের বিরতি শেষে প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়ানোর কথা রয়েছে ২০ জুন। বৌদ্ধ পূর্ণিমা, জাতীয় ফুটবল দলের ক্যাম্প, বসুন্ধরা কিংসের এএফসি কাপ, জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের জন্য এই বিরতিতে যাচ্ছে প্রিমিয়ার লিগ।

বিরতির আগে শুক্রবার অনুষ্ঠিত দুই ম্যাচের মধ্যে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-১ গোলে ড্র করেছে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে।

জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে ১৬ মে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ছাড়াই চলবে ক্যাম্প। তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি ভারতের কলকাতায় থাকবে এএফসি কাপ খেলতে। এএফসি কাপ শেষে কিংসের ডাক পাওয়া খেলোয়াড়রা যোগ দেবেন ক্যাবরেরার ক্যাম্পে।

জাতীয় ফুটবল দল আগামী ১ জুন ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফিফা প্রীতি ম্যাচ। ওই ম্যাচ খেলে জামাল ভূঁইয়ারা চলে যাবেন মালয়েশিয়া এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে।

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন বাহরাইনের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচ ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent