আজ থেকে দেশব্যাপী ‘বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গমাতা’ গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং স্থানীয় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আজ রোববার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)।

সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হতে হওয়া এ টুর্নামেন্টের মধ্য দিয়ে সারাদেশে উপজেলা পর্যায়ের এই আয়োজন চলবে ২১ মে পর্যন্ত। এর পর জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া বালকদের এ আসরে সারাদেশের ৯৮৭৩০ জন অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। এছাড়া ১১৮২৬ জন বালিকা অংশ নিচ্ছে।

সিলেট জেলা প্রশাসকের সভা কক্ষে গতকাল ৭ মে টুর্নামেন্ট সম্পর্কে এসব তথ্য জানান সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহম্মেদ সেলিম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent