স্বপ্নের ইউরোপা ফাইনালে রেঞ্জার্স-ফ্রাঙ্কফুর্ট

স্বপ্নের ইউরোপা ফাইনালে জায়গা করে নিয়েছে রেঞ্জার্স ও এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। আগামী ১৮ মে ফাইনালে দল দুটি মোকাবেলা করবে।

ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে স্কটিশ চ্যাম্পিয়নরা ৩-১ গোলে আরবি লিপজিগকে পরাজিত করে। ফলে দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে রেঞ্জার্স।

তবে ফুটবল ইতিহাসের ৪২ বছরের মধ্যে প্রথম ইউরোপীয় আসরের ফাইনালে খেলার সুযোগ সৃস্টি করেছে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে তারা নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ১০ জনের ওয়েস্ট হ্যামকে। এই জয়ে দুই লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফ্রাঙ্কফুর্ট ফাইনাল নিশ্চিত করে।

এদিকে সর্বশেষ ২০০৮ সালে উয়েফা কাপের ফাইনালে জেনিথ সেন্ট পিটার্সবার্গের কাছে হেরে গিয়েছিল রেঞ্জার্স। ২০১২ সালে আর্থিক সংকটে পড়ার পর ফের স্কটিশ ফুটবলের চতুর্থ বিভাগ থেকে নতুনভাবে শুরু করে তারা। গত মৌসুমে তারা সেল্টিকের টানা নবম লিগ শিরোপা জয়ের অবসান ঘটায়। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়লাভ করতে পারলে ২০১০ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারবে তারা।

অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন থেকেও মাত্র এক ম্যাচ দূরে রয়েছে ফ্রাঙ্কফুর্ট। সফল হলে ১৯৬০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হবার পর প্রথম এই আসরে খেলবে তারা।

ইউরোপার ফাইনাল নিশ্চিতের পর ফ্রাঙ্কফুর্টের সভাপতি পিটার ফিশার বলেন,‘শেষ পর্যন্ত একটি স্বপ্ন পূরণ হলো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent