সাইফের আরেকটি জয়

শেষ চারের ম্যাচের তিনটি জয়, একটি ড্র- সাইফ স্পোর্টিং ক্লাবের এই পরিসংখ্যানই বলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কতটা ঘুরে দাঁড়িয়েছে তারা। আর্জেন্টাইন দিয়েগো ক্রুসিয়ানির দল ধীরে ধীরে ফর্ম ফিরে পাওয়ায় পয়েন্ট টেবিলেও অবস্থান সম্মানজনক অবস্থার দিকে।

শনিবার রহমতগঞ্জকে ৪-২ গোলে হারিয়ে আরেকটি জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রুসিয়ানির দল। নিজের ফর্ম খারাপ, মাঠে নেতৃত্ব দেওয়ায়ও মুন্সিয়ানা ছিল না জামাল ভূঁইয়ার। তাইতো তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে দলটি।

নতুন অধিনায়কের নেতৃত্বে টানা দুই ম্যাচ জিতলো তারা। চতুর্থ মিনিটে রুয়ান্ডার এমেকা বাইসেঙ্গের গোলে এগিয়ে যায় সাইফ। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাইজেরিয়ান এমেকা। ৫৮ মিনিটে ৩-০ করেন আরেক নাইজেরিয়ান এমফন সানডে।

মনে হয়েছিল বেশ বড় ব্যবধানেই জিততে যাচ্ছে সাইফ। তবে ৬২ ও ৭৫ মিনিটে এনামুল-আশরাফুফের গোলে ব্যবধান ৩-২ করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে পুরান ঢাকার দলটি। ওই পর্যন্তই-ম্যাচে আর ফেরা হয়নি তাদের।

উল্টো ৭৮ মিনিটে চতুর্থ গোল খেয়ে বসে সহজ হার মেনেই মাঠ ছাড়ে গোলাম জিলানীর দল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব এবং সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent