লিগ শিরোপা থেকে মাত্র একটি জয় দূরে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে আর্মিনিয়া বিয়েলেফেল্ডকে রোববার বুন্দেসলিগায় ৩-০ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। ফলে টানা ১০ম লিগ শিরোপা জয় থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে রয়েছে বেভারিয়ান্সরা।

বিয়েলেফেল্ড ডিফেন্ডার জ্যাকব লরসেনের আত্মঘাতি গোলের সাথে সার্জি গ্যানাব্রি ও হামালা মুসিয়ালার গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে ৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থান শক্তিশালী করেছে জুলিয়েন নাগলেসম্যানের দল।

ম্যাচ শেষে গ্যানাব্রি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর পুরো দলের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছিল।’
ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বায়ার্নের বিদায় নিশ্চিত হয়। বায়ার্ন মিডফিল্ডার জসুয়া কিমিচ রোববারের ম্যাচে দুর্দান্ত খেলেছেন।

বুন্দেসলিগা শেষ হতে এখনো চারটি ম্যাচ বাকি। কিন্তু আগামী শনিবার মিউনিখের টেবিলের দুই শীর্ষ দলের লড়াইয়ে বরুসিয়াকে পরাজিত করতে পারলেই বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। কিমিচ বলেছেন ডুর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেই তার দল শিরোপা নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে।

বিয়েলেফেল্ডের মাঠে ১০ মিনিটেরও কম সময়ে মধ্যে কিমিচের একটি পাস রবার্ট লিওয়ানদোস্কির কাছে যাবার সময় মাঝপথে তা ক্লিয়ার করতে গিয়ে জালে জড়ান লরসেন। ফলে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডায়ট উপামেকানোকে কাটিয়ে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেছিলেন বিয়েলেফেল্ডের জাপানীজ মিডফিল্ডার মাসায়া ওকুগাওয়া। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

বিরতির ঠিক আগে বিয়েলেফেল্ড মিডফিল্ডার ফাবিয়ান কুনজেকে কনুই দিয়ে মাথায় আঘাত করার অপরাধে হলুদ কার্ড দেখেন বায়ার্নেও ১৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার টানগাই নিয়ানজু। সাম্প্রতিক সময়ে বিয়েলেফেল্ডের এটি তৃতীয় মাথার ইনজুরি। প্রথমার্ধের স্টপেজ টাইমের সপ্তম মিনিটে কিমিচের আরো একটি পাস থেকে গ্যানাব্রি ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর বিয়েলেফেল্ড ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু ৮৪ মিনিটে বদলী খেলোয়াড় মুসিয়ালার গোলে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent