১২ জন নিয়ে মাঠে খেলেছে বায়ার্ন!

ফ্রেইবার্গের বিপক্ষে শনিবার বুন্দেসলিগায় ৪-১ গোলে জয়ী হয়েছে বায়ার্ন মিউনিখ। বড় এই জয় নিয়ে কোন শঙ্কা না থাকলেও অযাচিত এক ঘটনায় তাদের কাছ থেকে এই জয় প্রতিপক্ষকে উপহার দেয়া হতে পারে। ম্যাচটিতে ১৭ সেকেন্ডের জন্য ১২ জন খেলোয়াড় নিয়ে মাঠে খেলেছে বায়ার্ন।

৮৫ মিনিটে ভুলটি ধরা পড়ে। যদিও ততক্ষণে বায়ার্ন ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। জোড়া খেলোয়াড় বদলীর অনুমতি দেবার পরেও মাঠ থেকে বেরিয়েছিলেন একজন খেলোয়াড়। যে কারণে একজন বেশি নিয়ে অল্প কিছুক্ষণ মাঠে ছিল বেভারিয়ান্সরা। স্থানীয় ক্রীড়া পত্রিকা স্পোর্ট বিল্ডের দাবী বায়ার্নের এই ফলাফল ফ্রেইবার্গকে উপহার দেয়া হবে। এমনকি বায়ার্নের পয়েন্ট কর্তনেরও সম্ভাবনা রয়েছে।

৮৪ মিনিটে কিংসলে কোম্যানের জায়গায় অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎসারকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ জুলিয়ান নাগলসমান। কিন্তু সাবিৎসারকে নামানোর সময় দেখা গেল ফরাসি মিডফিল্ডার করেনটিন তোলিসো পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। অথচ তোলিসো নিজেই মিনিট বিশেক আগে গোরেৎকার জায়গায় মাঠে নেমেছিলেন। পেটে হাত দিয়ে তোলিসো ছুটলেন ড্রেসিংরুমে। ঐ সময় তার জায়গায় জার্মান ডিফেন্ডার নিকলাস সুলেকে মাঠে নামানো হয়।

কিন্তু সুলে বা সাবিৎসার কেউই বোঝেননি, তোলিসো মাঠ ছাড়লেও কোম্যান তখনো মাঠেই ছিলেন। ফলে দেখা গেল ১১ জন নয়, বরং ১২ জন নিয়ে খেলছে বায়ার্ন। ১৭ সেকেন্ড এভাবেই চলল। এরপরেই ব্যাপারটা নজরে এল ফ্রেইবুর্গের ডিফেন্ডার নিকো শোল্টারবেকের। সাথে সাথেই তিনি রেফারিকে বিষয়টি জানালেন। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেখলেন ঘটনা আসলেই সত্যি। কোম্যান তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে যান।

কিন্তু ম্যাচের একটা নির্দিষ্ট সময় বায়ার্ন তো অতিরিক্ত একজন নিয়ে খেলেছে। সেটাই কাল হতে পারে জার্মান চ্যাম্পিয়নদের জন্য। কোনো অবস্থায় মাঠে যদি ১২ জন থাকে, তাহলে সেই দলের জয় কেড়ে নেওয়া হয়, তিন পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। সেটাই হয়তো ঘটতে চলেছে বায়ার্নের ভাগ্যে। ভুলটা যখন ধরা পড়ল, খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। রেফারি যদিও পরে বাড়তি আট মিনিট খেলিয়েছেন দুই দলকে। ইনজুরি টাইমের ছয় মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোল করেন কোম্যানের জায়গায় নামা সেই সাবিৎসার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent