সাফ নারী ফুটবলে বাংলাদেশের জয় দিয়ে শুরু

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে। বৃহস্পতিবার ভারতের জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে তারা ৪-২ গোলে নেপালকে পরাজিত করেছে।

মাঠে বল গড়ানোর পর গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই নেপালের বিপক্ষে লিড পেয়ে যায়। কর্নার কিক থেকে আফিদা হেডে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ।

কিন্তু ৩০ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে নেপালের দিপা দলকে সমতায় ফেরান।

তবে ৩৩ মিনিটে আকলিমার গোলে ২-১ গোলে ফের লিড নেয় লাল-সবুজের দেশ। এরপর দুই মিনিটের ব্যবধানে ইতির গোলে বাংলাদেশ পৌঁছে যায় ৩-১ গোলে।

এক তরফার লড়াইয়ে ৪৩ মিনিটে রিপার গোলে নেপালের জালে ৪-১ বাংলাদেশ এক হালি গোল পূরণ করে।

যদিও ইনজুরি সময়ে নেপালের আমিশা গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন ২-৪ গোলে।

উল্লেখ্য বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ ভারতের মোকাবেলা করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent