কক্সবাজারে নির্মিত হচ্ছে ফুটবল স্টেডিয়াম

পর্যটননগরী কক্সবাজারে বঙ্গবন্ধুর জেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ শেখ কামালের নামে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যেখানে একটি ফুটবল স্টেডিয়ামও নির্মাণ করা হবে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স ফুটবল স্টেডিয়ামের পাশাপাশি সেখানে থাকবে একটি হকি স্টেডিয়াম, একটি ক্রিকেট স্টেডিয়াম এবং একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড। শুধু তাই নয়, ক্রীড়া কমপ্লেক্সে অন্যসব খেলাধুলারও সুযোগ থাকবে। প্রায় ৫০ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক আধুনিক মানের এ ক্রীড়া কমপ্লেক্সটি।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স প্রকল্পে ডিপিপি প্রণয়নে অংশীজন সভায় সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কেএম আলী রেজা, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের মতো এতো সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় এ ধরণের স্থাপনা আমরা করতে যাচ্ছি। এটি পুরোটাই প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছা এবং আগ্রহের কারণে সম্ভব হয়েছে। এছাড়া কক্সবাজারে আধুনিকভাবে ফুটবল স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম হচ্ছে। এ জেলার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনাও আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় রামুতে বিকেএসপিও করা হয়েছে। কক্সবাজার জেলা স্টেডিয়ামকেও আধুনিকায়ন করা হয়েছে। একই সাথে নান্দনিক ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent